মালদা

চোলাই মদ বিক্রির প্রতিবাদ কর়াই, গৃহবধূকে কুপিয়ে খুনের চেষ্টা

বাড়ি সামনে চোলাই মদ বিক্রির প্রতিবাদ কর়াই গৃহবধূকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামী। গুরুতর আহত গৃহবধু দিপালী চৌধুরী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রি বেলা হবিবপুর থানার দেবীনগর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে প্রতিবেশী নন্দলাল চৌধুরী, বাড়িতে অবৈধ ভাবে মদ বিক্রি শুরু করেছে। ফলে এলাকায় বাড়ছে মদ্যপ ও বহিরাগতদের আনাগোনা। প্রতিনিয়ত চিৎকার চেঁচামেচি। ফলে এলাকার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি এলাকার ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। দিন দিন এই মদ বিক্রি ও বহিরাগতদের সংখ্যা বাড়ছে। এদিন রাত্রিবেলা গৃহবধূ বাড়ি থেকে বেড়িয়ে নন্দলালের বাড়িতে গিয়ে মদ বিক্রির প্রতিবাদ করে। এই নিয়ে তাদের বচসা শুরু হয়। দিপালী বাড়িতে চলে আসে। এরপর রাত্রিবেলা নন্দলাল ও তার দলবল দিপালীর বাড়িতে চরাও হয়ে মারধর শুরু করে। সেই সময় হাঁসুয়া দিয়ে মহিলাকে কুপিয়ে খুনের চেষ্টা করে নন্দলাল সহ তার দলবল। ঘটনা দেখতে পেয়ে স্বামী পুর্ণ চৌধুরী বাঁচাতে গেলে, তাকেও মারধর করা হয়। ঘটনায় চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। গ্রামবাসীরা আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্বামীকে ছেড়ে দেওয়া হলেও স্ত্রীর মাথার আঘাত গুরুতর থাকায় মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। আহতর পরিবারের পক্ষ থেকে নন্দ লাল চৌধুরী সহ চারজনের নামে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। 

এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে গৃহবধূর মা শান্তি চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে নন্দলাল বাড়ি থেকে মদ বিক্রী করছে। যার গন্ধে থাকা যায় না, এছাড়াও বাড়ি থেকে চিৎকার, চেঁচামেচির আওয়াজে বাড়িতে টেকা দায়। এর প্রতিবাদ করায় মেয়ে সহ জামাইকে মারধর করা হয়। তাই তিনি প্রশাসনের কাছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/fn60AnzmnKc